Understanding Data Type and variables
এই সিজনে আমরা ব্যাসিক প্রোগ্রামিং শিখবো খেলতে খেলতে এবং অ্যাপ তৈরির মাধ্যমে। সেই সাথে Advance লেভেল এর ডজন খানেক সেকশন যুক্ত করা হয়েছে।
Zero to Hero in Android (Season 2) তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ❤❤
এই সিজনে আমরা ব্যাসিক প্রোগ্রামিং শিখবো খেলতে খেলতে এবং অ্যাপ তৈরির মাধ্যমে। সেই সাথে Advance লেভেল এর ডজন খানেক সেকশন যুক্ত করা হয়েছে যেগুলার মধ্যে থাকবে ৭০ টির বেশি লেকচার। আপনাকে ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা সিজন-১ এর সবগুলা লেকচার প্র্যাকটিস করেছে। আপনি যদি প্রথম সিজন এখনো enroll না করে থাকেন তাহলে এই লিংক থেকে যুক্ত হতে পারেন আজই।
Zero to Hero in Android (Season 2) এর প্রতিটি সেকশন নিয়মিত হালনাগাদ করা হবে। ধাপে ধাপে একটার পর একটা সেকশন এবং নতুন লেকচার প্রকাশিত হবে শুধুমাত্র Bongo Academy তে 🙏🙏
কোড করার সময় আপনার যেকোন সমস্যা আমাদের ফেসবুক গ্রুপ Learn Android With Jubayer এখানে পোস্ট করুন। পোস্ট করার সময় আপনার student id এবং #Season2 উল্লেখ করে আপনার সমস্যার কথা আমাদেরকে জানান। আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন নেক্সট কাজের সব আপডেট পেতে।
⏹⏹ Bongo Academy এর কোর্স সমূহ copyrighted!! তাই কোর্স এর যেকোন লেকচার ডাউনলোড করা, অন্যত্র শেয়ার করা বে-আইনি। এক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারি ⏹⏹
একাধিক অ্যাপ তৈরি করে জনসাধারণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা প্রতিভাবান তরুণ উদ্যোক্তা জুবায়ের হোসেন। মাত্র ১৬ বছর বয়সে উদ্যোক্তা হয়ে ওঠা এই তরুণ প্রযুক্তিবিদ বেশ অল্প বয়েসেই সফলভাবে বাংলাদেশের আইটি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর উদ্ভাবিত ‘ভ্যাট চেকার’ অ্যাপ দেড় বছরে বাংলাদেশ সরকারকে সাড়ে তিন’শ কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছিল। তাঁর একটি মোবাইল অ্যাপ ‘টপ টিউব’ মাত্র দুই বছরে বিশ্বব্যাপী ২৫ লাখ ব্যবহারকারী ছাড়িয়ে যায়। এছাড়া আরো অনেক উদ্ভাবনী কাজের মাধ্যমে দেশব্যাপী সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ নির্মাতা। সম্প্রতি জুবায়েরের নতুন অ্যাপ 'মাই কোর্ট' এর মাধ্যমে সুপ্রিম কোর্ট অঙ্গনে লেগেছে তথ্যপ্রযুক্তির ছোঁয়া। এছাড়া 'বঙ্গ স্ক্যানার' নামে আরেকটি অ্যাপও বিশ্বব্যাপী অনেক সমাদৃত হচ্ছে।
জুবায়ের হোসেন তার কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় মোবাইল অ্যাপস অ্যাওয়ার্ড, দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সম্মাননা, ব্র্যাক আয়োজিত মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড, আইসিটি এপিকটা অ্যাওয়ার্ড, ভিয়েনাতে আয়োজিত ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড(WSA), দিল্লীতে আয়োজিত এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড সাউথ এশিয়া সহ জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার ও সম্মাননা।
জুবায়ের হোসেন এর জন্ম ১৯৯৪ সালের ২২ জুন, গোপালগঞ্জ এর মুকসুদপুর থানার সালিনাবক্সা গ্রামে। স্কুল শেষ করেন খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইসএসসি পাস করার পর পড়াশুনা করেছেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (MIST) তে। জুবায়ের বিশ্বাস করেন, তরুণদের কাজের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই তিনি একাই নন বরং সব তরুণদের নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।
আমার লাইফে পাওয়া বেস্ট ট্রেইনার। যার হাত ধরে নতুন করে স্বপ্ন দেখা শিখেছি। ইনশাআল্লাহ এর শেষ দেখে ছাড়বো 💪 💪
Best
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Er theke valo kisu hoite pare na! Best course 😃
কি নেই এই কোর্সে? একজন অ্যাপ ডেভেলপার হয়ে নিজের ক্যারিয়ার ভাল একটা পর্যায়ে নিয়ে জেতে পারবেন। নিজের দেশের উন্নতিতে ভূমিকা রাখতে পারবেন। অনেক সম্মান অর্জন করতে পারবেন। আর এইসবই কোর্সে রয়েছে। নিজে প্রফেশনাল অ্যাপ ডেভেলপার তৈরি করতে এই কোর্সটি বেস্ট! মজার বেপার হচ্ছে- ক্লাস গুলো অনেকের মজার, বোরিং লাগবে না। যত ক্লাস করবেন তত করতে মন চাইবে। জুবায়ের ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন মজার একটা কোর্স আমাদেরকে দেওয়ার জন্য।
Best Apps Development Course. Nice Instructor. Teaching style is very Awesome. Thank you Jubayer Vai for this nice course opportunity.
কিভাবে দেশ তথা নিজের জন্য স্বপ্ন দেখতে হয় তা আমি জুবায়ের ভাইকে না দেখলে জানতে পারতাম না।অনলাইন বা অফলাইনে ভাইয়ের মতো কোনো ট্রেইনার আমি আজও দেখি নাই।অ্যাপ ডেভেলপমেন্টের মতো একটা সুন্দর কোর্স আমাদের দেয়ার জন্য ভাই আপনাকে ধন্যবাদ। অ্যাপ ডেভেলপমেন্টে এই কোর্সের মতো আর কোনো কোর্স আছে বলে আমার মনে হয় না। পরিশেষে দেশ ও নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইলে আমি বলবো জুবায়ের ভাই সেরা।আমি আছি এবং স্বপ্ন দেখি ভালো কিছু করার....💪💪💪
আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসার স্টুডেন্ট হইও অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারতেছি এটা সম্ভব হয়েছে একমাত্র জুবায়ের ভাইয়ের কারণে ধন্যবাদ জুবায়ের ভাই💖💖💖💖💖
আমার সত্যিকার মেন্টর । এতদিন আমি হতাশায় ভুগতাম চাকরি পাবো কিনা এই টেনশনে।এই কোর্সটি পাওয়ার পর আমি চাকরিকে না বলে দিয়েছি।
আলহামদুলিল্লাহ আমি সত্যি অনেক খুশি এমন একজন ভাইকে পেয়ে love you bhai 😘
Just
life change korar ekta platfrom.
Best ever course with price and value. Best wishes for Bongo Academy & Mr. Jubayer Hossain bhai!
জুবায়ের ভাইয়া Love you bro❤️❤️❤️❤️❤️❤️ Best Apps Development Course. আপনার মতো এত সহজ এবং সুন্দর ভাবে app development এর প্রত্যেকটি বিষয় ফুটিয়ে তুলতে কাউকে দেখেনি আপনার ক্লাস যতই করি ততই ভালো লাগে । আমার কাছে আপনি হলেন এই বাংলার লেজেন্ড। কাজকর্ম নিয়ে অনেক টেনশনে ছিলাম বেকারত্বে ভুগছিলাম কিন্তু ভাইয়া সত্যি বলছি আপনার এই কোর্সটি কেনার পর থেকে একদম টেনশন দূর হয়ে গেছে । আল্লাহপাক যেন আপনাকে দুনিয়া এবং আখেরাতের সকল প্রকার অকল্যাণ বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন আমীন। কিছু মানুষ আছে যারা মরেও অমর হয়ে থাকে মানুষের হৃদয়ে তাদের মধ্যে আপনিও হবেন আমি মনে করি
আমি এর আগে ২ টা কোর্স নিয়েছি কিন্তু ব্যার্থ হয়েছি। কাজ করতে বা শিখতে পারিনি। কিন্তু জোবায়ের ভাইয়ের প্রথম কোর্সটি থেকেই আমি প্লে স্টোরে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। ২ কোর্স করতেছি আশা করি এটা শেষ করে দেশের জন্যও কিছু করতে পারবো ইনশাল্লাহ।
vai er hat dhore onek dur jete chai... Jubayer vai apnar upor bissas rekheci. allah jeno amk success kore.
This is a best way by bongo academy. In my life this is best course.
Amr Vaiyer cource er bapaere kico bolar neii.. Boss sheta aghe teke jani..Loves too much my big bro..
Best platform for Android Apps Development.
সেশন 1 শেষ করে সেশন 2 ইন রোল করে ফেললাম। অসাধারণ ভাবে জুবার ভাই কোর্সগুলো করাচ্ছেন। জুগার ভাইয়ের কোর্স সম্বন্ধে না জানলে হয়তো আজকে অ্যাপ ডেভেলপমেন্ট শেখা হতো না। আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই জুবায়ের ভাই কে। সবাইকে জুবায়ের ভাইয়ের কোর্স ইন রল করার জন্য অনুরোধ করা হলো সেশন ১ শেষ না করলে সেশন 2 এর কিছু বুঝবেন না।
এই রকম একটা কোর্স এর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছি, অবশেষে একজন দেশপ্রেমিক পেলাম যিনি দেশের মানুষকে ভালোবেসে এত সুন্দর করে গুছিয়ে বুঝাতে পেরেছেন❤️❤️। Love u গুরু
best trainer in Bangladesh as far as i know.... If i wanna say about teaching system , it will be few...
you are great person bro . কিছু idea ছিল , আপনার সাথে শেয়ার করতে পারলে ভালো হতো , কি ভাবে আপনার সাথে কথা বলা যাবে ? জানালে উপকৃত হতাম
প্রথমে কথা বলার স্টাইলে প্রেমে পরে কোর্সটিতে ভর্তি হই।তারপর শেখানোর স্টাইল দেখে আমি অবাক। এরপর গ্রুপ থেকে এততারাতারি Problem Solving দেখে আমি টাসস্কি খাই। আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি।
এমন একটা কোর্সে অংশ নিতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।এক কথায় অসাধারণ একটা কোর্স।Love you Jubayer bro🥰🥰
Excellent learning platform for Android App developed...
undoubtedly it's a great course and jubayer vai trying his best to make us an expert android app developer..
One of most finest course in our country Bangladesh for all ages people.All people can learn Android App development from basic. This is the most wonderful job sector for the people where they earn a huge and huge. Thank you Zubayer Vayya for launching this course for us.. Love you vayya❤️❤️🥰🥰
IT'S My LIFE.
এত সহজে যে অ্যাপ ডেভেলপমেন্ট শিখা যায় সেটা আমি কখনোই ভাবিনি।' খুবই সুন্দর ভাবে এবং সহজভাবে সব কাজ গুলো ঘোষণা হয়েছে। অনেক ধন্যবাদ জুবায়ের হোসেন ভাইকে। তার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি।
যাদের স্বপ্ন এপ্স বানানো শিখা, তারা নিঃসন্দেহে জুবায়ের ভাইয়ের কোর্সগুলো লুফে নিতে পারেন। একবারে ব্যাসিক থেকে খুব ই যত্ন সহকারে প্রতিটি পয়েন্ট বুঝান। ইনশা'আল্লাহ ভাল কিছু হবে।